২৭ জুলাই ২০২৪, শনিবার

রেফারির বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হলো বসুন্ধরা কিংসের

- Advertisement -

এএফসি কাপে ওডিশা এফসির বিপক্ষে ড্র হলেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলতো বসুন্ধরা কিংস। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে অর্ধেকেরও বেশি সময় ধরে দশ জনের দল নিয়ে খেলা অস্কার ব্রুজোনের দল পেরে ওঠেনি। ওডিশার মাঠে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। তাতেই ইন্টার জোনাল সেমিতে খেলার স্বপ্নভঙ্গ হলো বিশ্বনাথ ঘোষ-তারিক কাজীদের।

ওডিশার মাঠে শুরু থেকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে বসুন্ধরা। ঘরের মাঠে প্রথম থেকেই কিংসের পরীক্ষা নিতে থাকে স্বাগতিকরা। শুরুতে বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কিংস গোলকিপার শ্রাবণের খুব একটা পরীক্ষা নিতে পারেনি ওডিশা। উল্টো কাউন্টার অ্যাটাকে সুযোগ পেয়েছিল রবসন রবিনিয়ো-মিগুয়েল ফেরেইরারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে লালকার্ড দেখে মাঠ ছাড়েন আশরর গফুরভ। রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি কিংস কোচ ব্রুজনও। প্রতিবাদ করায় তিনিও দেখেন হলুদ কার্ড। প্রথমার্ধে কোনো গোল হজম করা ছাড়াই বিরতিতে যায় বসুন্ধরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দশজনের বসুন্ধরাকে চেপে ধরে ওডিশা। যার ফল পেতে বেশিক্ষণ দেরি করতে হয়নি তাদের। ৬১ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মুরাদা ফল। এরপর চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি বসুন্ধরা। উল্টো বেশকয়েকবার গোলের সুযোগ তৈরী করেছিল ওডিশা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img