ক্রিশ্চিয়ানো রোনালদো চাইলে নিজেকে দূর্ভাগা ভাবতেই পারেন। তাকে ছাড়াই ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে ৯-০ গোলে হারিয়েছে পর্তুগাল। আল নাসর তারকা থাকলে হয়তো জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। সেই সাথে নিজের গোলসংখ্যাটাকেও আরো বাড়িয়ে নিতে পারতেন। দলের জয়ে গনসালো রামোস, দিয়েগো জোতা ও গনসালো ইনাসিও করেছেন ২টি করে গোল। এছাড়াও একবার করে বল জালে জড়িয়েছেন রিকার্দো হোর্তা, ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও ফেলিক্স।
টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারেননি রোনালদো। লুক্সেমবার্গের বিপক্ষে তিনি ১১ বারের দেখায় ১১ গোল করেছিলেন। তাই ‘সিআরসেভেন’ না থাকায় হয়তো একটু স্বস্তি পেয়েছিলো দলটি। তবে সেটি হাওয়ায় মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। ১২ মিনিটেই প্রথম গোল হজম করে তারা। এরপর পুরো ম্যাচে একে ৯ বার লুক্সেমবার্গের জালে বল জড়িয়েছে হোর্তা-ফার্নান্দেজরা।

রোনালদো না থাকায় রামোসের উপর ভরসা রেখেছিলেন রবার্তো মার্তিনেজ। আস্থার প্রতিদান দিতে ম্যাচের ১৭ মিনিট পর্যন্ত সময় নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করে নিজের জাত চিনিয়েছেন। ফার্নান্দেজ একটি গোল করলেও অ্যাসিস্টের হ্যাট্রিক করেছেন এদিন। ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসা করতে ভুল করেননি মার্তিনেজ।
তিনি বলেন, “গনসালো রামোস দেখিয়েছে সে কী করতে পারে। দিয়েগো জোতাও একই কাজ করেছে। আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন, যারা ম্যাচ জেতাতে পারে। এই দল বিশেষ। তাদের নিয়ে তুলনা করার দরকার নেই। ক্রিশ্চিয়ানো গুরুত্বপূর্ণ। কিন্তু একইভাবে তাকে ছাড়াও আমাদের দল জিততে প্রস্তুত”
এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পর্তুগাল। মার্তিনেজের শিষ্যরা এসময় প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ২৪টি। বিপরীতে একটি গোলও হজম করেনি তারা।