সব প্রতিযোগিতা মিলে গেল দুই ম্যাচে জয় পায়নি জুভেন্টাস। নাপোলির মাঠে লিগ ম্যাচে আন্দ্রে পিরলোর দল হেরেছিল ১-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পোর্তোর মাঠে ২-১ হেরেছিল তুরিলের ক্লাবটি। ক্রোতোনেকে হারিয়ে অবশেষে জয়ের ধারায় ফিরল শিরোপাধারীরা। পয়েন্ট টেবিলের তলানির দলটির বিপক্ষে রোনালদোদের জয় ৩-০ গোলে।
জুভেন্টাসের জয়ের রাতে জোড়া গোল করেছেন রোনালদো। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে জোড়া সুযোগ নষ্ট হয়েছে তবে জুভেন্টাসের জয় রোধ করতে পারেনি ক্রোতেনে। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল জুভেন্টাস।
প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিল জুভেন্টাস, তবে সুযোগ পেয়েছিল ক্রোতেনেও, কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের যোগকরা সময় মিলিয়ে ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস, পিরলোর দলের গোলদুটি করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ব্যবধান তিনগুণ করেন ম্যাককেনি।
এই ম্যাচে জোড়া গোলের মধ্য দিয়ে চলতি আসরে সর্বোচ্চ গোল এখন রোনালদোর, ১৯ ম্যাচে ১৮। ২২ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট হলো ৪৫। ৮ পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে ইন্টার মিলান।