২৭ জুলাই ২০২৪, শনিবার

রোনালদোর হ্যাটট্রিক,জয় পেল আর্সেনাল,ম্যানচেস্টার ইউনাইটেড

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজের দল ছিটকে যাওয়ায় প্রচন্ড সমালোচনা হয়েছে রোনালদোকে নিয়ে। চেনা বামুনের নাকি পৈতা লাগে না, কেলিয়ারির বিপক্ষে মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন সি আর সেভেন। তার দারুণ হ্যাটট্রিকে কেলিয়ারিকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

ম্যাচের দশম মিনিটে ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর দারুণ কর্নারে লাফিয়ে জোরালো হেডে দলকে এগিয়ে নেন রোনালদো।ডি-বক্সে রোনালদোকে স্বাগতিক দলের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২৪ মিনিটে স্পট কিক থেকে দলের ব্যাবধান দ্বিগুন করেন পর্তুগিজ তারকা, ৩২ মিনিটেই তৃতীয় গোলটাও তার পা থেকেই আসে, বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোড়াল শটে বল জালে জড়ান। সিমিওনে ৬১ মিনিটে ব্যবধান কমান। ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রোনালদোর দল। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

ইংলিশ প্রিমিয়ার লিগে অধিকাংশ সময় বল দখল রেখে ওয়েস্টহ্যামের গোলে ১৫টি শট নিয়ে ভীতি ছড়ালো গোল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড বরং প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে ওলে গানার সুলশারের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আত্মঘাতী গোলটি করেন সফরকারী ডিফেন্ডার ক্রেইগ ডসন। গত ডিসেম্বরে আসরে দুই দলের প্রথম দেখায় ৩-১ গোলে জিতেছিল ইউনাইটেড।

সবশেষ ইউরোপা লিগে ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে ১-১ ড্র ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে মাঠে নামে ইউনাইটেড। এলোমেলো ফুটবলে প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া ভুলটি করে ওয়েস্ট হ্যাম। ব্রুনো ফের্নান্দেসের কর্নার হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডসন।

২৯ ম্যাচে ১৬ জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইউনাইটেড। ২৮ ম্যাচে ১৪ জয়ে  ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হ্যাম। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিল টপার ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে পিছিয়ে থেকেও জয় পেল আর্সেনাল। টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে মাইকেল আর্তেতার দল। লামেলা ৩৩ মিনিটে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দিলেও ৪৪ মিনিটে মার্টিনের গোলে সমতা ফেরায় আর্সেনাল। স্পট কিকে জয়সূচক গোলটি করেন লাকাজেত। ৭৬ মিনিটে লামেলা লাল কার্ড দেখে বাইরে চলে যাওয়ায় আর সমতা ফেরাতে পারেননি হ্যারি কেনরা। ২৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে টটেনহ্যাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img