সিরি আ’তে দুঃস্বপ্নের মত একটা দিন কেঁটেছে জুভেন্টাসের; দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা এমপোলির সাথে ঘরের মাঠে ০-১ গোলে হেরেছে তুরিনের ওল্ড লেডিরা। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় হার্থা বার্লিনের বিপক্ষে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন; হ্যাটট্রিক করেছেন পোলিশ তারকা লেভানডফস্কি।
সিরি আ তে যেন দুঃসময় কাটছেই না জুভেন্টাসের। সদ্য হারাতে হয়েছে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে, তার ওপর শনিবারের ম্যাচে পুঁচকে এমপোলির বিপক্ষে ঘরের মাঠে ০-১ গোলে হেরেছে ‘তুরিনের ওল্ড লেডি’ রা। এমপোলির পক্ষে একমাত্র গোলটি করেছেন ইতালিয়ান ফরোয়ার্ড লিওনার্দো মানকুসো।
সিরি আ’তে এবারেই দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেছে এমপোলি। এমন এক দলের সাথে পরাজয়, তাও আবার ঘরের মাটিতে! ইতালিয়ান জায়ান্টদের মাঠে এই জয়ের অভিজ্ঞতা যতটা না এমপোলির জন্য আনন্দ ও অনুপ্রেরণার, মাসিমিলিয়ানো অ্যালেগ্রির জুভেন্টাসের জন্য এই হারের অভিজ্ঞতা ঠিক ততটাই তিক্ত হওয়ার কথা। রোনালদোর না থাকাটা খুব বেশি করেই চোখে পরেছে পুরো ম্যাচে। ঘরের মাঠে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে গোলমুখ খুলতে পারেননি পাউলো দিবালা, ফেদেরিকো কিয়েসা, আলভারো মোরাতারা। এমন পরিস্থিতিতে সাধারণত যে ব্যক্তিটি জুভেন্টাসের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হতেন, সেই রোনালদো এখন ইউনাইটেডের!
সিরি আ’তে গতকাল আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সিরো ইম্মোবিলের হ্যাটট্রিকে লাৎসিও ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেজিয়া কে। লাৎসিওর হয়ে আরো গোল করেন ফেলিপে অ্যান্ডারসন, এলসিদ হাইসাজ ও লুইস আলবার্তো। আলবার্তো গোলের পাশাপাশি তিনটি এসিস্ট ও করেছেন। এছাড়াও আতালান্তা 0-0 গোলে ড্র করেছে বোলোনিয়ার সাথে। ফিওরেন্টিনা ২-১ গোলে হারিয়েছে নাপোলি কে। ২ ম্যাচে ২ জয় নিয়ে সিরি আ’র শীর্ষে আছে লাৎসিও।
জার্মান বুন্দেসলিগায় শনিবার হার্থা বার্লিনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে হ্যাটট্রিক করেছেন রবার্ট লেভান্ডফস্কি, একটি করে গোল করেছেন মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও টমাস মুলার। বায়ার্নের হয়ে ৩০০তম গোলটি এই ম্যাচেই করেছেন পোলিশ স্ট্রাইকার।
ম্যাচের পঞ্চম মিনিটেই লেফটব্যাক আলফোনসো ডেভিসের ক্রস থেকে গোল করেন মুলার; ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি। প্রথমার্ধ শেষে গোল দুইটিই। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৯তম মিনিটে মুলারের পাসে গোল করেন ১৮ বছর বয়সী মুসিয়ালা; বুন্দেসলিগায় প্রথম গোল এটি তার। এরপর ৭০ এবং ৮৪ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেভানডফস্কি। গোল দুইটিতে তাকে সাহায্য করেছে যথাক্রমে জার্মান উইঙ্গার লিরয় সানে ও ফরাসি সেন্টারব্যাক তাঙ্গি কুয়াসি। এই নিয়ে টানা ১৩ লিগ ম্যাচে গোল করা হয়ে গেল লেভার।
তিন ম্যাচ শেষে দুই জয় ও এক ড্র নিয়ে সাত পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে আছে বায়ার লেভারকুসেন। গোল ব্যবধানে পিছিয়ে থেকে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন।