১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

রোনালদো এখন ফুটবল ক্লাবের মালিক

- Advertisement -

১৯৯৩ সালে মাত্র ১৩ বছর বয়সে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ‘ক্রুজেইরোর’ হাত ধরে পেশাদার ফুটবলে আবির্ভাব ঘটেছিলো ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিওর। রীতিমতো সেই ক্লাবেরই মালিক বনে গেলেন রোনালদো! মাত্র এক মৌসুম খেললেও নিজের ছোটবেলার ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই কিনে ফেলেছেন ক্রুজেইরোর স্বত্বাধিকার, ফিরিয়ে দিতে চান ছোটবেলার ক্লাবের প্রতি ভালোবাসার প্রতিদান।

“ক্রুজেইরোর প্রতি ভালোবাসা ফিরিয়ে দেয়ার জন্য আমার  কাছে অনেক কিছুই আছে। আমাদের সামনে অনেক কাজ করতে হবে। ভক্তদের অনুরোধ করছি, আবারো ক্লাবের সাথে যুক্ত হতে এবং স্টেডিয়ামে যেতে। কারণ আমাদের অনেক শক্তি এবং ঐক্যের প্রয়োজন হবে”-এক ভিডিও বার্তায় রোনালদো বলছিলেন   

ছবি: ইন্সটাগ্রাম

অঢেল সম্পত্তির মালিক রোনালদোকে এই ক্লাবটি কিনতে গিয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী করতে হয়েছে লিভারপুলের মালিক পক্ষ ‘ফেনওয়ে স্পোর্টস’ গ্রুপের সাথেও। গত দুই মৌসুম যাবত ব্রাজিলের ‘সিরি বি’ লিগে খেলা এই ক্লাবটি ২০১৩-১৪ মৌসুম এবং ২০১৭-২০১৮ মৌসুমে কাপ জিতলেও ২০১৯ সালে এটির অবনমন ঘটে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img