২৭ জুলাই ২০২৪, শনিবার

রোববার রাতে নামছে লিভারপুল, ইতালিতে রোমা-মিলান

- Advertisement -

প্রথমে কোচ ইয়ুর্গেন ক্লপের মায়ের মৃত্যু, তারপর অধিনায়ক জর্ডান হেন্ডারসনের গ্রোয়িন ইনজুরি, সবশেষ গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবার মর্মন্তিক মৃত্যু, একের পর এক কু-বাতাস লিভারপুল শিবিরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাজে ফর্মের সাথে দূভার্গ্যও যোগ হয়েছে বেশ ভালোভাবে।

সবশেষ ১১ লিগ ম্যাচের দুটো জিতছে লিভারপুল। প্রত্যাশিতভাবেই চলে গেছে লিগ টেবিলের টপফোরের বাইরে। এই অবস্থাতেই রোববার (বাংলাদেশ সময় সোমবার রাত ১:১৫ মিনিট) শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নামবে ইয়ুর্গেন ক্লপের দল। আগামী শুক্রবার চেলসির বিপক্ষে বিগ ম্যাচ, তারও দুই দিন পরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাইপজিগের মুখোমুখি হবে সালাহ-মানে-ফিরমিনোরা। ওই দুই খেলার আগে শেফিল্ডের বিপক্ষে জয় এবং ৩ পয়েন্ট, ধুঁকতে থাকা লিভারপুলের জন্য হতে পারে আত্মবিশ্বাস। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে লিভারপুল, টেবিলটপ ম্যানচেস্টার সিটির চাইতে পিছিয়ে পাক্কা ২২ পয়েন্ট। অন্যদিকে শেফিল্ডের পয়েন্ট ১১, খেলেছে অলরেডদের সমান, ২৫ ম্যাচ।

রোববারের বিগ ম্যাচটা ইতালিতে। এসি মিলানের মুখোমুখি হবে এএস রোমা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু রাত একটা পঁয়তাল্লিশে। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সিরি আ টেবিলের দুইয়ে থাকলেও সবশেষ ৫ ম্যাচের তিনটিতেই হেরেছে মিলান, রোমার পরিসংখ্যান ঠিক উল্টো। শেষ ৫ ম্যাচে ৩ জয়। ২৩ মাচে ৪৪ পয়েন্ট নিয়ে সিরি আ টেবিলের চারে এএস রোমা।

 

রোমা-মিলান বিগ ক্ল্যাশ শুরুর পনের মিনিট পরে, অর্থ্যাৎ রাত ঠিক দুইটায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামবে লা লিগা লিডার আতলেতিকো মাদ্রিদ। শেষ ৫ ম্যাচে ২টা জয়, দুই ড্র, সবশেষ ম্যাচে হার; ভিয়ারিয়ালকে হারালে লা লিগার টপস্পটটা আরেকটু শক্তপোক্ত করতে পারবে আতলেতিকো মাদ্রিদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img