১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

রোমাঞ্চকর জয়ে চট্টগ্রামের চারে তিন

- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১০ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলমান বিপিএলে শুভাগত হোমের দলের এটি চার ম্যাচে তিন জয়।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। চলমান বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শেহজাদ। মাত্র ১৭ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি।

আরেক ওপেনার তামিম দেখেশুনে খেলেছেন। বড় লক্ষ্য তাড়ায় যেভাবে ব্যাটিং করা প্রয়োজন ছিল সেটা করতে পারেনি বরিশাল অধিনায়ক। মাত্র ১১০ স্ট্রাইকরেটে ৩০ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তিনে নম্বরে উইকেটে আসা সৌম্য সরকারও তেমন কিছুই করতে পারেননি। ১৬ বলে ১৭ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ ও ইয়ানিক ক্যারিয়াহ ফিরেছেন দ্রুত। বরিশালকে ম্যাচে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ১৬ বলে ২১৮.৭৫ স্ট্রাইকরেটে করেছেন ৩৫ রান। তবে মুশফিকুর রহিম পারেননি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে। ২২ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার।

চট্টগ্রামের হয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কার্টিস ক্যাম্ফার। এছাড়াও দুটি উইকেট নিয়েছেন বিলাল খান।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দোর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ২৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন শাহাদাত হোসেন দিপু। চট্টগ্রাম মূলত ১৯১ রানের সংগ্রহ পায় শেষের দিকে কার্টিস ক্যাম্ফারের ক্যামিওতে। মাত্র ৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img