রোমাঞ্চকর ম্যাচ জিতে ডিপিএল চ্যাম্পিয়ন আবাহনী

শেষ ওভারে ম্যাচ জিততে আবাহনী লিমিটেডের প্রয়োজন ছিল ৯ রান। তবে জয়ের হিসাবটা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত একেবারেই সহজ করে দিয়েছিলেন ওভারে প্রথম চার বলেই ৮ রান নিয়ে। পঞ্চম বলে শফিকুল ইসলামকে ছক্কা মেরে আবাহনীকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছাড়লেন সৈকত, ৫৪ বলে অপরাজিত ৫৩ রান করে হলেন ম্যাচসেরাও। ফলে এবারের আসরে ২ ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড।

শিরোপা নিশ্চিত করার ম্যাচে দলের সেরা বেশ কয়েকজন তারকাকে ছাড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে ২৩বারের চ্যাম্পিয়নরা। যদিও লিস্ট-এ স্বীকৃতি পাওয়ার পর এটি তাদের পঞ্চম শিরোপা।

মঙ্গলবার বিকেএসপিতে সাকিব আল হাসানের ৫৬ বলে ৪৯ রান এবং জিয়াউর রহমানের ৫৮ বলে ৮৫ রানের ইনিংসে ২৬৭ রান করে শেখ জামাল। ১ বল আগে ওই রান পেরিয়ে জিতে যায় আবাহনী।

রান তাড়ায় আবাহনীর হয়ে উড়ন্ত সূচনা এনে দেন এনামুল হক বিজয় ও আফিফ হোসেন ধ্রুব। বিজয় ৮০ বলে করেন ৬৭,  আফিফ ৮৮ বলে ৮৩ রান করেন। শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৫৪ বলে অপরাজিত ৫৩ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিকের ক্যাম্প ছেড়ে খেলতে আসা আবাহনীর আফিফের দারুণ ইনিংসের পাশাপাশি বল হাতে তানজিম হাসান সাকিব ১০ ওভারে ৬২ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তানভীর ইসলাম ৫১ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।