১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

রোমা থেকে বরখাস্ত হলেন মরিনিও

- Advertisement -

এএস রোমা থেকে বরখাস্ত হয়েছেন কিংবদন্তি কোচ জোসে মরিনিও। যদিও ক্লাবটির সাথে এই মৌসুম পর্যন্তই চুক্তি ছিল পর্তুগিজ এ কোচের। রোমার বাজে পারফর্ম্যান্সের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চাকরি খুজতে হবে মরিনিওকে।

কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে লাৎসিওর কাছে হারের পর মরিনিওর চাকরি সুতোয় ঝুলছিল। এসি মিলানের কাছে পরাজয়ের পর তা চুড়ান্ত হয়ে গেল।

রোমার মালিক ড্যান ফ্রাইডকিন ও রায়ান ফ্রাইডকিন বলেন, “ক্লাব যোগ দেওয়ার পর থেকে তার আবেগ ও প্রচেষ্টার জন্য এএস রোমার সকলের পক্ষ থেকে আমরা জোসেকে ধন্যবাদ দিতে চাই।  রোমায় তার অধ্যায়টি সবসময় দারুণ স্মৃতি হিসেবে মনে রাখবো। তবে আমরা বিশ্বাস করি, এই তাৎক্ষণিক পরিবর্তনটি ক্লাবের সর্বোচ্চ স্বার্থে করা হয়েছে। আমরা জোসে ও তার সহকারীদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই”

২০২১ সালে রোমার ৬০তম কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মরিনিও। তার অধীনেই ১১ বছরের শিরোপা খরা কাটিয়েছিল দলটি। গত মৌসুমে ইউরোপা কাপের ফাইনালেও উঠেছিল পাওলো দিবালারা।

তবে এ মৌসুমে মুদ্রার উল্টো পিঠ দেখেছে মরিনিও। তার অধীনে কোথাও সুবিধা করতে পারছে না রোমা। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সিরি আয় নয় নম্বরে অবস্থান করছে তারা। যার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারাতে হলো মরিনিওকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img