১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

গিল-রোহিতের পর ফিরলেন আইয়ারও

- Advertisement -

বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ভারত। যদিও শুরুতে শুবমান গিলের উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করে শুরুর ধাক্কা সামাল দেন রোহিত। তবে অতিআক্রমণ কাল হয়েছে ভারতীয় অধিনায়কের। ৩১ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এরপর দ্রুত ফিরেছেন শ্রেয়াস আইয়ারও।

ইনিংসের শুরু থেকেই মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডদের উপর চড়াও হয়ে খেলেছেন রোহিত। উইকেট থেকে তেমন বাড়তি সুইং আদায় করে নিতে পারেননি অজি বোলাররা। যার মাশুল গুনতে হয়েছে বাউন্ডারি হজম করে। একপ্রান্তে রোহিত আক্রমণাত্মক ব্যাটিং করলেও ফাইনালটা রাঙাতে পারেননি শুবমান গিল। ৭ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। স্টার্কের বলে শট মিড উইকেটে তার ক্যাচ নিয়েছেন অ্যাডাম জাম্পা।

তিন নম্বরে ক্রিজে আসার পর থেকে সাবলীল ব্যাটিং করেছেন বিরাট কোহলি। শুরুতে একটু অজি বোলারদের দেখেশুনে খেলেছেন। এরপর সময় যত গড়িয়েছেন নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন চলমান বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০.২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮১ রান। লোকেশ রাহুল অপরাজিত আছেন ০ রানে, কোহলির সংগ্রহ ২৪ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img