১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

রোহিতের সফলতার নেপথ্যের নায়িকা!

- Advertisement -

ভারতের ক্রিকেটে শুরু হয়েছে রোহিত শর্মা-যুগ। টি-টোয়েন্টির পর ভিরাট কোহলির কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্বও গেছে রোহিতের ঘাড়ে। এমনকি অজিঙ্কা রাহানেকে বাদ দিয়ে টেস্টের ভাইস ক্যাপ্টেনের পদটিও পেয়েছেন রোহিত।

তবে ব্যক্তিগত সাফল্যের চূড়ায় বসে রোহিত বলছেন, এই চূড়ায় উঠতে রোহিতের দিকে সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর কেউ নন তার স্ত্রী রিতিকা সাজদেহ।

সহধর্মিণীর প্রশংসায় সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে পঞ্চমুখ হয়েছিলেন রোহিত। রিতিকাকে নিজের ‘নাম্বার ওয়ান সাপোর্ট সিস্টেম’ উল্লেখ করে রোহিত বলেন,

“সে আমার সাথে অটল হয়ে দাঁড়িয়ে থেকেছে এতো বছর। আমার পেছনে, আমার পাশে এমনকি আমার সামনেও- আপনি যেভাবে বলতে চান।”- বলেছেন রোহিত

এমনকি রোহিত যাতে নিজের খেলায় পূর্ণ মনোযোগ দিতে পারেন, সেজন্য জুতোসেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত ঘরের সমস্ত কাজ নাকি নিজেই সামলান রিতিকা; রোহিতকে কণামাত্র চিন্তা করতে হয়না খেলার বাইরে অন্য কিছু নিয়ে।

স্ত্রী-কন্যাসহ রোহিত শর্মা

“সে (রিতিকা) ছাড়া আমি এখন যা করছি তার কিছুই সম্ভব ছিলোনা। কারণ আমার ঘরের প্রতিও কিছু দায়িত্ব ছিলো, বিশেষ করে এখন যখন আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে। এবং সে যাতে সেরা সবকিছু পায় তারজন্য রিতিকা দিনরাত লেগে থাকে”

“আমার যাতে কোন কিছু নিয়ে কোন চিন্তা করতে নাহয় সেজন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। এবং সে আছে জন্যই আমি অন্যদিকে গুরুত্ব দিতে পারি। অবশ্য আমি যখন বাড়ি ফিরি তখন তো আমার সবটা সময় জুড়েই থাকে আমার পরিবার”- আরো যোগ করেছেন রোহিত

২০১৫ সালে নিজের দীর্ঘদিনের ‘বেস্টফ্রেন্ড’ রিতিকার সাথে গাঁটছড়া বাঁধেন রোহিত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img