ডিসেম্বরের শুরুতেই প্রধান কোচ মিকি আর্থার চলে যাওয়ার পর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট দল রয়েছে কোচশূন্য অবস্থায়। দলের পরবর্তী কোচের নাম ঘোষণা না করা হলেও সোমবার স্বদেশী কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে জাতীয় দলের পরামর্শক কোচ হিসাবে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
“আমরা অত্যন্ত খুশি যে, দলের পরামর্শক কোচ হিসেবে মাহেলা জাতীয় দলে যোগ দিচ্ছেন”- এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা
গত নভেম্বরেই আইসিসির ‘হল অব ফেইমে’ জায়গা করে নিয়েছিলেন ক্রিকেটারের এই মহাতারকা। জাতীয় দলের পাশাপাশি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের পরামর্শক কোচ হিসেবেও মাহেলা জয়াবর্ধনেকে নিযুক্ত করা হয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী এক বছর পর্যন্ত দলের হয়ে কাজ করবেন তিনি।