৪ ম্যাচে ১ রান, ৩ ম্যাচে ডাক। পরিসংখ্যানই বলছে টি-টোয়েন্টিতে লোকেশ রাহুলের সাম্প্রতিক পারফর্ম্যান্স কতটা নাজুক। ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার সিরিজের ৩ নম্বর টি-টোয়েন্টিতে মার্ক উডের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরেছেন রাহুল, ভারতীয় এই ওপেনার জায়গা করে নিয়েছেন রেকর্ড বুকে।
লোকেশ রাহুল ছাড়া টানা ৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে কোনো ওপেনারের নেই এত বাজে পারফর্ম্যান্স। টুইটে ট্রলে তাই ক্রিকেটারদের মধ্যে রাহুলই এখন শীর্ষে। এমনকি রাহুলকে তকমা দেওয়া হয়েছে ওভাররেটেড টি-টোয়েন্টি হিসেবে। তবে এমন তকমার প্রতিবাদ করে হার্শা ভোগলের রিটুইট, ‘সে বিশ্বমানের প্লেয়ার’।
What!! He is an outstanding, genuinely world class player. He is just going through a lean patch like everyone does at some point https://t.co/qhFOqyjZGJ
— Harsha Bhogle (@bhogleharsha) March 16, 2021
টি-টোয়েন্টিতে রাহুলকে বেশ ভালোভাবেই বিবেচনা করে টিম ইন্ডিয়া। বাজে পারফর্ম্যান্সের পরেও তাই হয়তো রাহুলের সাথেই থাকবে ম্যান ইনি ব্লুস। তবে রাহুল দ্রুতই ফর্মে ফিরতে না পারলে ক্ষতিটা ভারতীয় ওপেনারের নিজের।
গেল দুই বছরে অবশ্য খুব একটা খারাপ করেননি রাহুল। টি-টোয়েন্টি ফরম্যাটে ২১ ম্যাচ খেলে ৩৬.৮৮ গড় ও ১৩৫.৭৮ স্ট্রাইক রেটে ৬৬৪ রান। তবে তার সামগ্রিক ক্যারিয়ার গ্রাফের চেয়ে গেল দুই বছরে রান, গড়, স্ট্রাইকরেট কিছুটা কম।