২৩ অক্টোবর ২০২৪, বুধবার

লাঞ্চের আগে টাইগারদের ব্যাটিং বিপর্যয়

- Advertisement -

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন লাঞ্চব্রেকের আগে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ৬০ রান তুলতেই টাইগাররা হারিয়েছে ৩ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে ৪১ ওভার শেষে নাজমুল হোসেন শান্তর দলের সংগ্রহ ৪ উইকেটে ১১৫ রান।

তৃতীয় দিনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন দুই ব্যাটার জাকির হাসান এবং তাইজুল ইসলাম। প্রথম সেশন শুরুর প্রথম এক ঘন্টায় কোনো উইকেট পড়েনি টাইগারদের। বিশ্ব ফার্নান্দোর বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ এবং লঙ্কানদের বিপক্ষে প্রথম ফিফটির দেখা পান ওপেনার জাকির। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলামও। দুজন মিলে গড়েন ৪৯ রানের জুটি। তবে ফিফটির পর পরপরই ফার্নান্দোর বলে বোল্ড ঝন জাকির, ১০৪ বলে করেন ৫৪ রান।

জাকিরের আউটের পর বাংলাদেশ শিবিরেও ছন্দ পতন ঘটে। মাত্র ৯ রানের মধ্যেই ফিরে যান তিন ব্যাটার। ১১ বলে ১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৬১ বলে ২২ রান করে ফেরেন তাইজুলও। বিরতিতে যাওয়ার আগে মুমিনুল ইসলাম ১৬ বলে ২ এবং সাকিব আল হাসান অপরাজিত আছেন ১৩ বলে ৬ রান করে।

লঙ্কানদের হয়ে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো। প্রথম ইনিংসে ৪১৫ রানে এগিয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img