২৭ জুলাই ২০২৪, শনিবার

লাপোর্তার দিকে শর্ত ছুড়লেন মেসি!

- Advertisement -

সদ্য নির্বাচিত বার্সেলোনা ফুটবল ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে শর্ত ছুড়ে দিয়েছেন লিওনেল মেসি। এই শর্তের বিনিময়েই ক্লাবে স্থায়ী হবেন আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু কি সেই শর্ত! আসছে জুনের শেষ সপ্তাহে মেসির সাথে ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শুরু থেকেই মেসিকে ধরে রাখার আশ্বাস দিয়ে আসছেন লাপোর্তা। হাতে আছে দুই মাস, নতুন চুক্তি স্বাক্ষর করবেন কি মেসি?

মেসির নজর ক্লাব ছাড়ায় নয়, বরং ক্লাবের সফল ভবিষ্যতের দিকে। তাই, তেত্রিশ বছর বয়সী ফরোয়ার্ডের দাবি, সামনের ট্রান্সফার উইন্ডোতে দলে কয়েকজন  তরুণ, সাথে কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে সতীর্থ হিসেবে চান। ইতোমধ্যে সের্জিও আগুয়েরোর নাম তালিকাভুক্ত করে ফেলেছে বার্সা। বৃহস্পতিবার ডর্টমুন্ড তারকা আর্লিং হালান্ডের বাবা এবং তাঁর এজেন্ট বার্সা সভাপতির সাথে দুই ঘন্টাব্যাপী আলাপ সেরেছেন। ১৫৪ মিলিয়ন ইউরো হাঁকিয়েছে তারা স্প্যানিশ ক্লাবটির কাছে।

আনসু ফাতি, মরিবা, পেদ্রিদের নিয়ে দারুণ খেলছেন লিওনেল মেসি। তরুণদের ওপর ভরসা রাখার আহবান জানিয়েছেন লাপোর্তাকে। সবশেষ, কোচ কোম্যানের সাথে ক্লাব কর্তৃপক্ষের বোঝাপড়া জোরদার করার পরামর্শও দিয়েছেন মেসি।

লিওনেল মেসির সাথে লাপোর্তার সম্পর্ক খুবই গভীর। ২০০৩-২০১০, টানা সাত বছর বার্সা সভাপতির দায়িত্ব পালন করেছেন লাপোর্তা। তাঁর সময়েই চার লা লিগা এবং দুই চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তোলে কাতালানরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img