লা লিগায় লাস পালমাসকে ২০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে টপকিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। তবে সব ছাপিয়ে রিয়ালের জন্য দুঃসংবাদ হলো ইনজুরিতে পড়েছেন আন্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা।
দুই ডিফেন্ডারের চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আনচেলত্তি। ম্যাচশেষে তিনি বলেন, “ডেভিড আলাবা জিরোনার বিপক্ষে ম্যাচটি খেলতে পারবে না। রুডিগারও হালকা চোটে পড়েছেন”
রুডিগারের চোট গুরুতর নয়। তবে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননা আনচেলত্তি। লিগে জিরোনার বিপক্ষে পরবর্তী ম্যাচটি খেলবে জুড বেলিংহাম-ভিনিসিয়ুস জুনিয়ররা। এই ম্যাচে রুডিগারের না খেলার সম্ভাবনাই বেশি। তার পরিবর্তে খেলতে পারেন নাচো ফার্নান্দেজ।

বুধবার রাতে ব্রাহিম দিয়াজ ও হোসেলুর গোলে লাস পালমাসকে হারিয়েছে রিয়াল। একমাস পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। ৫৭ মিনিটে হোসেলুর বদলি হয়ে মাঠে নামেন তিনি। এদিন জুড বেলিংহামকে নামাননি আনচেলত্তি। ইংলিশ তারকাকে ছাড়া জয় পেতে কোন সমস্যা হয়নি লস-ব্ল্যাঙ্কোসদের।
লিগের আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে জিরোনা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রিয়াল। তিনে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ১৭।