২৭ জুলাই ২০২৪, শনিবার

লা লিগা জেতার আশা ছাড়ছেন না জাভি

- Advertisement -

বার্সেলোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৫৪ আর লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ৬২, এমনকি দুইয়ে থাকা জিরোনাও কাতালানদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। তারপরও লিগ জেতার আশা ছাড়ছেন না বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। যতক্ষণ পর্যন্ত কাগজে-কলমে শিরোপা জেতার সুযোগ আছে ঠিক ততক্ষণ পর্যন্ত লড়াই করে করে যেতে চান তিনি।

শনিবার ৯:১৫ মিনিটে হেতাফের বিপক্ষে মাঠে নামবে রবার্ট লেভানডফস্কি-লামিন ইয়ামালরা। তার আগে সংবাদ সম্মেলনে লিগ জেতার বিষয়ে জাভি বলেন, “যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে আমাদের সম্ভাবনা থাকবে, আমরা লড়াই করব। আমরা ব্যর্থ হতে পারি না, বিশেষ করে নিজেদের মাঠে। লিগ নিয়ে এখনই আমরা হাল ছাড়ছি না। যদিও জানি কাজটা এখন কঠিন, আমরা তবু চেষ্টা করে যাব”

তবে হেতাফের বিপক্ষে মাঠে নামার আগে সাম্প্রতিক অতীত জাভির দলের হয়ে কথা বলছে না। দলটির বিপক্ষে সবশেষ চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে কাতালান ক্লাবটি। এছাড়াও হেতাফে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে। সবশেষ তিন ম্যাচে অপরাজিত দলটি, যদিও জিততে পেরেছে মাত্র একটি ম্যাচ। তারপরও হেতাফের বিপক্ষে ফেরান তোরেসদের ম্যাচটি সহজ হবে না।

এখন দেখার বিষয়, ঘরের মাঠে জিতে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারে কিনা বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img