১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের

- Advertisement -

বুধবার উরুগুয়ের বিপক্ষে ৪৪ মিনিটে চোট পেয়ে যখন নেইমার জুনিয়র মাঠ ছাড়েন। তখন অনেকেই আশঙ্কা করেছিলেন আবারও গুরুতর ইনজুরিতে পড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত হলো তাই, লিগামেন্ট ছিঁড়ে গেছে আল হিলাল তারকার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন নেইমার নিজেই। এছাড়াও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও আল হিলাল নেইমারের চোটের বিষয়ে বিবৃতি দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, “এটা খুবই বেদনার মুহূর্ত, সবচেয়ে বাজে। আমি জানি আমি শক্তিশালী। কিন্তু এবার আমার পরিবার এবং বন্ধুদের বড্ড প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। একবার কল্পনা করুন, সেরে উঠতে ৪ মাস সময় লাগার পর আবার এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে আমার বিশ্বাস আছে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি, যাতে তিনি আমাকে নতুন জীবন দান করতে পারেন। আমাকে সমর্থন জানিয়ে এবং সুস্থতা কামনায় বার্তা পাঠানোয় ধন্যবাদ”

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে (এক্স) নেইমারের পোস্ট

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে এ ধরনের চোটে অস্ত্রোপচার করাতে হয় আর নেইমারের পুরোপুরি সেরে উঠতে ৭-৮ মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকার আগামী কোপা আমেরিকায় খেলা নিয়ে রয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন।

নেইমার আর চোট যেন সমার্থক শব্দ। গত ১০ বছরে এ নিয়ে মোটে ৩৪ বার চোটে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার। উরুগুয়ের বিপক্ষে চোটে পড়ার আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে আঘাত পেয়েছিলেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img