লিগ কাপের তৃতীয় রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। তাতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পেপ গার্দিওলার দলের।
বুধবার রাতে সেন্ট জেমস পার্কে প্রথমসারির খেলোয়াড়দের রেখে একাদশ সাজিয়েছিলেন সিটি কোচ। আর্লিং হালান্ড-কাইল ওয়াকারদের এদিন মাঠেই নামাননি তিনি। পুরো ম্যাচে বল পজিশন ধরে রেখে খেললেও গোলের দেখা পায়নি সিটি। উল্টো ঘরের মাঠে দারুণ খেলে জয় তুলে নিয়েছে নিউক্যাসল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা করে সিটি। স্বাগতিকদের ডিফেন্সে গিয়ে বারবার প্রতিহত হতে হয়েছে জ্যাক গ্রিলিশদের। প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি দুই দল। বিরতি থেকে ফেরার ৮ মিনিটের মাথায় এগিয়ে যায় নিউক্যাসল। ম্যাচের একমাত্র গোলটি করেন আলেক্সান্ডার ইসাক।
মৌসুমের শুরুতে কেভিন ডি ব্রুইনা ইনজুরিতে ছিটকে যাওয়ার পর থেকে কিছুটা নিচে হুলিয়ান আলভারেজকে খেলিয়েছিলেন গার্দিওলা। তবে এদিন আর্জেন্টাইন তারকা নাম্বার নাইন পজিশনে খেলেছেন। দারুণ ছন্দে থাকা আলভারেজ ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। ৭৩ মিনিটে তাকে তুলে ফিল ফোডেনকে নামান সিটি কোচ। তার ৫ মিনিট আগে মাতেও কোভাসিচের বদলি হয়ে মাঠে নামেন জেরেমি ডোকু। তারাও ফলাফলে কোন পরিবর্তন আনতে পারেননি।
লিগ কাপে জয় পেয়েছে লিভারপুল। লেস্টার সিটির বিপক্ষে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ার পরও ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। একই ব্যবধানে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে আর্সেনাল।