২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

‘লিজেন্ডস লিগ ক্রিকেটে’ কমিশনারের দায়িত্বে শাস্ত্রী

- Advertisement -

ভারতের প্রধান কোচের পদ থেকে সদ্য ‘সাবেক’ হয়েছেন, হাতে এখন অখন্ড অবসর থাকার কথা। তবে বিশ্রামের খুব বেশি সময় না পেয়ে শীঘ্রই নতুন একটি দায়িত্বে নিযুক্ত হতে যাচ্ছেন রবি শস্ত্রী।

বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) এর প্রথম আসর। সোমবার এবারের আসরের লিগ কমিশনার হিসেবে শাস্ত্রীর নাম ঘোষণা করা হয়।

শাস্ত্রী অবশ্য বিশ্বকাপ চলাকালীনই এই দায়িত্ব নেওয়ার আভাস দিয়েছিলেন।

লিজেন্ডস লিগ ক্রিকেটের অংশ হতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত। এটি একটি অনন্য উদ্যোগ এবং আমরা সামনে খুব উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছি”

শাস্ত্রী বলছিলেন দুবাইয়ে বিশ্বকাপ চলাকালীন সময়ে।

৫৯ বছর বয়সী সাবেক এই কোচের মতে এলএলসি একটি অনন্য উদ্যোগ; যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। তাঁর মতে,

“এমন একটি টুর্নামেন্টের অংশ হতে পারা সত্যিই অসাধারণ একটা ব্যাপার! এখানে এমন সব খেলোয়াড়রা খেলবেন, যাঁরা নিজেরাই নিজেদের অবস্থান থেকে এক একজন কিংবদন্তি। ক্রিকেট খেলার পাশাপাশি অনেক মজাও হয়ে এখানে। আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে, এটি একটি চমৎকার এবং উপভোগ্য টুর্নামেন্ট হতে যাচ্ছে, যা আপনারা সবাই উপভোগ করতে পারবেন”

এলএলসি এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রমন রাহেজার দাবি, “এই লিগ পরিচালনা করার জন্য শাস্ত্রীর চেয়ে অভিজ্ঞ ব্যক্তি আর কেউ হতেই পারতেন না! তিনি শুধু ভারতে নয়, সারা বিশ্বে ক্রিকেটের একজন কিংবদন্তি হয়ে দাঁড়িয়েছেন”  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img