১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

লিটনকে হারালেও মুশফিকের সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

- Advertisement -

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন যখন খেলা শেষ হয় তখন ৫৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ৫২ রানে অপরাজিত থাকা লিটন ছিল তার সঙ্গী। চতুর্থ দিনের শুরুতে এলকেডি ফিরলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এ ব্যাটারের এটি ১১তম সেঞ্চুরি।

৫ উইকেটে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার লিটন ও মুশফিককে ঘিরেই স্বপ্ন দেখছিল সমর্থকরা। চতুর্থ দিনের শুরুতে নাসিম শাহর লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৬ রান।

লিটন হতাশ করলেও মুশফিক তা করেননি। ঠিকই ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। লিটন ফেরার পর মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে জুটি গড়ার দিকে মনোযোগ দিয়েছেন। শাহিন শাহ আফ্রিদি-খুররম শেহজাদদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মিরাজ। দুজনের জুটিতে ইতিমধ্যে উঠেছে ৫৫* রান।

ঠিক দুইশো বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ডানহাতি এ ব্যাটারের এটি পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮৯ রান। ১০১ রান করে অপরাজিত আছেন মুশফিক, মিরাজের সংগ্রহ অপরাজিত ১৭ রান। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে এখনো ৫৯ রানে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img