১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

লিটনের সিম্ফনির সুর কেটে দিলেন সোহান

- Advertisement -
৪৮ থেকে ৬৪তে পৌঁছাতে যে ৪ টা বাউন্ডারি মারলেন লিটন দাস, যেভাবে মারলেন…
শিল্পীদের ‘ট্রান্স’ স্টেট থাকে একটা। ‘ঘোর’ আরকি। ছবি আঁকতে আঁকতে বা ইন্সট্রুমেন্ট বাজাতে বাজাতে চরম পর্যায়ে ওদের হাত এতো দ্রুত চলে যে দুনিয়ার আর কিছুই ওরা গ্রাহ্য করেনা। লিটনের এই চারটা বাউন্ডারি সেরকম ছিলো, মনে হচ্ছিলো তিনি একজন ঘোরের মধ্যে চলে যাওয়া এক পিয়ানো শিল্পী! বোলার কে, কি বল লিটনের ঐ চারটা শট দেখে মনে হয়েছে তাঁর কাছে কিচ্ছু ব্যাপার না!
বেশ কিছুদিন ধরেই যে ধরণের ফর্মে আছেন এরকম ইনিংস তাঁর কাছে অহরহই দেখা যায়। গত ইনিংসে ৮ রানে আউট হয়েছিলেন। এই ইনিংসেও বাংলাদেশের খুব বেশিকিছু পাওয়ার নেই একমাত্র লিটনের এই শৈল্পিক ব্যাটিং ছাড়া।
তবে হুট করে ছন্দপতন ঘটলো, ঘটালেন অপরপ্রান্তে থাকা নুরুল হাসান সোহান। অনেক্ষণ ধরেই টেস্ট মেজাজের সাথে বেমানান ব্যাটিং করছিলেন। তাও লিটনের সাথে ১০১ রানের জুটি গড়ে ফেলেছিলেন। হুট করে সোহানের মস্তিষ্কে কি বিস্ফোরণ ঘটলো কে জানে? পার্টটাইমার ড্যারিল মিচেলকে অহেতুক সার্কেলের ওপর দিয়ে পিঞ্চ হিট করতে গেলেন। ক্যাচ আউট হলেন ৩৬ রানে।
ফিরে যাচ্ছেন সোহান

লজ্জার ইনিংস পরাজয় তো প্রায় শিয়রে, এক লিটনের সেঞ্চুরি যে প্রাপ্তি হতো টাইগার সমর্থকদের সেটিকেও হয়তো সোহান ফেলে গেলেন ঝুঁকিতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৪০/৬। লিটন ৭৭* ও মিরাজ ৩* রানে অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img