সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাশের। ধারাবাহিকভাবে রান আসছে না উইকেট কিপার ব্যাটারের কাছে থেকে। তবে লিটন শক্তিশালীভাবে কামব্যাক করবে বলে মনে করেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লিটন দাশ, যে কেউ খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। একমাত্র বিষয় হচ্ছে, আপনি কিভাবে শক্তভাবে ফিরে আসেন। আমি সিওর, লিটন দারুণভাবে ফিরে আসবে”
আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দুজনে মিলে ফিরিয়েছেন ছয় আফগান ব্যাটারকে। তাতেই ১৫৬ রানে হাশমতউল্লাহ শহিদির দলকে অলআউট করা সম্ভব হয়েছে। সাকিব-মিরাজ জুটির প্রশংসা করেছেন হেরাথ।
তিনি বলেন, “সত্যি বলতে তাদের ১০-এ ১০ দিব। আগেই যেমন বলেছি তারা পিচের চরিত্র বুঝে নিজেদের লাইন ও লেংথ ঠিক করেছে। ফিল্ডিংও আক্রমণাত্মক ছিল। এ কারণে আমি তাদের বোলিংয়ে শতভাগ খুশি”
ধর্মশালার আউটফিল্ড নিয়ে সমালোচনা করছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্স থেকেও বলা হচ্ছিল এটা এভারেজ মানের আউটফিল্ড। তবে এই বিষয়ে কোনো অভিযোগ নেই টাইগারদের স্পিন কোচের।