৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

লিটন-শান্তর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের ১৫৮ রানের পুঁজি

- Advertisement -

মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার এবং লিটন দাস মিলে গড়েন ৫৫ রানের জুটি। ব্যক্তিগত ২৪ রানে আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে আউট হন রনি। তবে লিটন দাস খেলতে থাকেন তার স্টাইলে। অপরপাশে থাকা ব্যাটার শান্তকে নিয়ে ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন তিনি।

প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে যোগ হয় ৭৭ রান। ১২.২ ওভারে বাংলাদেশের সেঞ্চুরির সাথে লিটনের হাফ সেঞ্চুরিও আসে। ১৩.১ ওভারে আর্চারের বলে লিটনের সহজ ক্যাচ ফেলেন ডাকেট। এর পরের দুই বলেই একটি চার এবং একটি ছয় মারেন লিটন দাস।

১৫ নম্বর ওভারে আদিল রশিদ বলে আসলেও লিটনের মার থামাতে পারেননি। এই ওভারে যোগ হয় ৯ রান। দেখে শুনেই খেলতে থাকেন লিটন আর শান্ত। তবে ১৬ ও ১৭ নম্বর ওভারে রানার চাকা অনেকটাই থেমে যায়। ১৭ নম্বর ওভারের শেষ বলে ক্রিস জর্দানের জলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ৭৩ রানে লিটনের ইনিংস থামে।

দলীয় ১৩৯ রানে লিটন আউট হলে রানের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে টাইগারদের। শেষের ৩ ওভারে মাত্র ১৯ রানই যোগ করতে পারেন দুই ব্যাটার সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত। শান্ত ৪৭ রানে এবং সাকিব অপরাজিত থাকেন ৪ রানে। ইংলিশদের হয়ে আদিল রশিদ এবং ক্রিস জর্ডান নিয়েছেন একটি করে উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img