১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

লিড বীরত্বের পরও হারল নেদারল্যান্ডস

- Advertisement -

শক্তিমত্তা আর অতীত পারফর্ম্যান্সের বিবেচনায় অন্য নয় দলের তুলনায় পিছিয়ে নেদারল্যান্ডস। তবুও বিশ্বকাপ শুরুর আগে হুংকার দিয়েছিল দলটা। সেমিফাইনাল খেলাই ডাচদের লক্ষ্য। এক যুগ পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচের শুরুটাও ছিল দারুণ। শক্তিশালী পাকিস্তানকে তারা আটকে দিয়েছিল তিনশোর নিচে। তবে বাবর আজমের দলের দেয়া ২৮৭ রানের লক্ষ্য টপকে যেতে পারল না নেদারল্যান্ডস। ২০৫ রানে অল আউট ডাচরা হারল ৮১ রানে।

হারের পরও আলাদাভাবে নজর কেড়েছেন ডাচ অলরাউন্ডার বাস ডি লিড। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে  ৬৮ বলে ৬৭। তবে দলকে জেতাতে পারেননি, তাই ম্যাচসেরার পুরস্কারও তার হাতে ওঠেনি। ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা পাকিস্তানের সৌদ শাকিল।

টসে হেরে ব্যাট করতে নেমে দলের চল্লিশের আগেই ৩ উইকেট হারিয়েছিল পাকিস্তান। মাঝে মোহাম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল গড়েন প্রতিরোধ। দুজনের ১২০ রানের জুটি থামে শাকিল ৫২ বলে ৬৮ করে ফিরলে। রিজওয়ানের ব্যাট থেকে আসে ৭৫ বলে ৬৮ রান। সেট দুই ব্যাটারেই বিদায়ের পর দ্রুত ফিরে যান ইফতিখার আহমেদও।

পরে অবশ্য মোহাম্মদ নেওয়াজ এবং শাদাব খানের ব্যাটে তিনশো পেরুনোর পথেই ছিল পাকিস্তান। দুজনই আউট হয়েছেন সেট হয়ে। নেওয়াজ ৩৯ এবং শাদাবের ব্যাট থেকে এসেছে ৩২ রান। শেষদিকে ১৪ বলে ১৬ রানের ছোট্ট ক্যামিও খেলেছেন রউফ। শাহীন আপরাজিত ছিলেন ১২ বলে ১৩ রান করে।

পাকিস্তান খেলতে পারেনি পুরো ৫০ ওভার। ৪৯ ওভারে দলটা অল আউট হয় ২৮৬ রানে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img