ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। অলরেডদের ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাত ২:১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
বর্তমানে সময়টা দারুণ কাটাচ্ছে ইয়ুর্গেন ক্লপের দল। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মোহামেদ সালাহ-দারউইন নুনিয়েজরা। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট এগিয়ে আছে অলরেডরা। লিভারপুলের সামনে সুযোগ শীর্ষস্থানটা আরও মজবুত করার।
অন্যদিকে গত মৌসুমের মতো এই মৌসুমেও ধুঁকছে চেলসি। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না লন্ডনের ক্লাবটি। যদিও ইপিএলে সবশেষ ৫ ম্যাচের চারটিতে জিতেছে এনজো ফার্নান্দেজ-রাহিম স্টার্লিংরা। তারপরও লিগে ২১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে তারা।
লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান ভরসা যোগাচ্ছে চেলসিকে। সব ধরণের প্রতিযোগিতায় দুই দলের সবশেষ সাতবারের দেখায় কোনো দলই জিততে পারেনি। লিভারপুলের মাঠে সবশেষ ১১ ম্যাচে মাত্র ২ ম্যাচে হেরেছে চেলসি। যেখানে তাদের জয় ৩টি ও ড্র ৬টি।
অন্যদিকে ইপিএলে নিজেদের সবশেষ তিন ম্যাচে বড় জয় পেয়েছে লিভারপুল। সব মিলিয়ে দারুণ ছন্দে আছে ক্লপের দল। এছাড়াও ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে ম্যাচ লিভারপুলকে বাড়তি সুবিধা দেবে।
বুধবার রাতে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও মাঠে নামছে। রাত ১:৩০ মিনিটে হুলিয়ান আলভারেজ-কেভিন ডি ব্রুইনারা বার্নলির বিপক্ষে মাঠে নামবে। লিগে ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে পেপ গার্দিওলার দল। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে তারা। সিটিজেনদের সামনে সুযোগ রয়েছে দুইয়ে ওঠার।