ইপিএলে হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যামের কাছে ২-১ গোলে হেরেছে লিভারপুল। তবে অলরেডদের হার ছাপিয়ে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে বেশি। লিভারপুল কোচও মনে করেন, তার দলের হারের জন্য দায়ী রেফারি।
টটেনহ্যামের ঘরের মাঠে ২৬ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন কার্টিস জোন্স। প্রথমে রেফারি হলুদ কার্ড দিলেও ভিএআরের সাহায্য নিয়ে লালকার্ড দেখান। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ইয়ুর্গেন ক্লপ বলেন, “কার্টিসের ব্যাপারটা দেখলে সবাই সম্ভবত লাল কার্ড পাওয়া উচিৎ বলে মনে করে। যখন আপনি এটি টিভি রিপ্লেতে ধীর গতিতে দেখবেন, তখন সেটা ভয়ঙ্কর দেখায়। তবে বাস্তব সময়ে দেখতে খারাপ দেখায় না। কার্টিস উদ্দেশ্যমূলকভাবে এমনটা করার ধারের কাছেও ছিলেন না। আমরা কাউকে লাথি মারার দল নই”

৩৪ মিনিটে গোল করে লিভারপুলকে লিড এনে দিয়েছিলেন লুইস দিয়াস। তবে রেফারির অফসাইডের সিদ্ধান্তের কারণে এগিয়ে যেতে পারেনি অলরেডরা। প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালরা পরে অবশ্য স্বীকার করেন এটি ছিল মানবিক ভুল।
তবে সেই সিদ্ধান্তটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে বলে মনে করেন ক্লপ। তিনি বলেন, “আমি জানি না, কেনো তারা এতো চাপের মধ্যে ছিল। ওই গোলের বিষয়ে বলব, আজ সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়েছে। এটা খেলার গতি পরিবর্তন করে দিয়েছে”

৬৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়োগো জোতা। এই বিষয়ে ক্লপ বলেন, “এই খেলায় জোতা কীভাবে দুটি হলুদ কার্ড নিয়ে মাঠের বাইরে যেতে পারে? প্রথমটিতে তিনি সবেমাত্র প্রতিপক্ষের একজনকে স্পর্শ করেছিলেন এবং নিশ্চিতভাবে তার দোষ ছিল না। আপনি শেষ কবে এগারো জনের বিপক্ষে নয়জনের খেলার কথা শুনেছিলেন? আমরা আটজন নিয়ে খেলার কাছাকাছি ছিলাম! কোনো ভয়ঙ্কর ফাউল সেটা ছিল না”
৯ জনের দল নিয়েও ১-১ গোলে সমতায় ছিল লিভারপুল। তবে শেষ মুহুর্তে জোয়েল মাতিপ নিজেদের জালে বল জড়ালে ২-১ ব্যবধানে হারে অলরেডরা।