১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

লিভারপুলে আরো পাঁচবছর থাকবেন রবার্টসন

- Advertisement -

লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন অ্যান্ডি রবার্টসন।  অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে স্কটিশ লেফট ব্যাকের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। অ্যালিসন বেকার, ট্রেন্ট অ্যালেক্সান্দার আর্নল্ড, ফ্যাবিনিও এবং ভার্জিল ফন ডাইকের পর দীর্ঘমেয়াদি চুক্তি গড়লেন রবার্টসন।

 

 

২০১৭ সালে অ্যানফিল্ডের ক্লাবটিতে ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে আসেন রবার্টসন। এরপর অলরেডদের হয়ে খেলেছেন ১৭৭টি ম্যাচ। রবার্টসন জানিয়েছেন তিনি এখানে অনেকদিন থাকতে চান। তিনি অ্যানফিল্ডে খুবই খুশি।

 

“আমি এখানে অনেকদিন থাকতে চাই। আমার পরিবার এবং আমার জন্য এটা খুবই খুশির সংবাদ। আমরা এখানেই নিজেদের গুছিয়ে নিয়েছি। ক্লাবের সবকিছুকেই আমি ভালবাসি, ক্লাবটির সঙ্গে পথচলা বাড়াতে পেরে আমি খুবই আনন্দিত”- অ্যান্ডি রবার্টসন

লিভারপুলের জার্সিতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন রবার্টসন। এমনকি ৩০ বছরের অপেক্ষা শেষে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ের অন্যতম নেপথ্যের নায়ক ছিলেন স্কটিশ ক্যাপ্টেন। যদিও চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি রবার্টসনের। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন। ফলে প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে নরউইচ সিটি এবং বার্নলির বিপক্ষে ম্যাচে ছিলেন না রবার্টসন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img