বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বৃহস্পতিবার মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের ওপেনার হাবিবুর রহমান সোহান। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
সোহান পেছনে ফেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজাকে। ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন। এতোদিন ধরে এটিই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম। ম্যাশকে পেছনে ফেলে এই রেকর্ডের মালিক এখন সোহান। ৪৯ বলে সেঞ্চুরি করেও ক্রিকেট ইতিহাসের দ্রুততম ১০ শতকের তালিকায় জায়গা পাননি। এই তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাগার্ক।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০১ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। ৯৯ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। উত্তরাঞ্চলের হয়ে ৯ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।
২০২ রানে লক্ষ্যে খেলতে নেমে সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৪.৪ ওভারে জয় পায় উত্তরাঞ্চল। ৬১ বলে ৯ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলেন ডানহাতি ওপেনার। এছাড়াও তানজিদ হাসান তামিম করেছেন ২৫ বলে ৩৪ রান।