২৭ জুলাই ২০২৪, শনিবার

লেগ স্পিনার রিশাদ দলে, আফিফ বাদ; আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

- Advertisement -

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং জাকের আলী অনিক। দলে ফিরেছেন পেস বোলার শরীফুল ইসলাম।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পরেছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন আফিফ হোসেন, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং পেসার রেজাউর রহমান রাজা। জানা গেছে, হাথুরুর চাওয়াতেই টি-টোয়েন্টির দল থেকে বাদ দেয়া হয়েছে অফফর্মে থাকা আফিফ হোসেনকে। দলে সাকিব এবং নাসুম থাকায় বাদ পরেছেন তানভীর, মোস্তাফিজের ব্যাক আপ হিসেবে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২৭ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একইমাঠে বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।

বাংলাদেশ টি-২০ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাশ, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img