সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে টম ল্যাথাম ও কেইন উইলিয়ামসনের উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ভালোভাবে চেপে ধরেছে স্বাগতিকরা।
কিউইদের ইনিংসের শুরুতেই উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নিয়েছেন শরীফুল ইসলাম। যার সুফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। প্রথম ওভারের শেষ বলে ল্যাথামকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান তরুণ এই পেসার।
এরপর জুটি গড়ে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করে নিউজিল্যান্ড। তবে কিউই শিবিরে এবার আঘাত হানেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন উইলিয়ামসন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। সাজঘরে ফেরার আগে করেছেন ১১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ রান। ডেভন কনওয়ে অপরাজিত আছেন ১৭ রানে, হেনরি নিকোলসের সংগ্রহ ১ রান।