চুক্তি ছিল তিন বছরের, তবে গুঞ্জনই সত্যি হলো। বরখাস্ত করা হয়েছে চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির সাম্প্রতিক বাজে ফর্মেই কপাল পুড়েছে সাবেক এই ইংলিশ মিডফিল্ডারের।
লিগে সবশেষ আট ম্যাচের পাঁচটিতে হেরেছে চেলসি, তালিকায় তারা আছে ৯ নম্বরে। যদিও রোববার এফএ কাপের ম্যাচে লুটন টাউনকে তারা হারিয়েছে ৩-১ গোলে। তবে এই জয়ে লাভ হয়নি, বরখাস্তই হয়েছেন ল্যাম্পার্ড।
অভিষেক মৌসুমে মোটামুটি সফলই ছিলেন ল্যাম্পার্ড। চেলসি লিগ শেষ করেছিল শীর্ষ চারে থেকে, খেলেছিল এফএ কাপের ফাইনাল। এই মৌসুমের শুরুটাও হয়েছিল ভালো, তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটা।
ল্যাম্পার্ডের বদলি হিসেবে চেলসি শিবিরে যুক্ত হতে পারেন টমাস টুখেল।