১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

শঙ্কায় ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট

- Advertisement -

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। তবে ভারতীয় শিবিরে একের পর এক করোনার আঘাতে সেই টেস্ট মাঠে গড়ানো নিয়েই আছে শঙ্কা। বৃহস্পতিবার এই টেস্ট নিয়ে কোনো আশার বাণীও শোনাতে পারেননি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

চতুর্থ টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভারত অরুণ এবং একজন সাপোর্টিং স্টাফ। পঞ্চম টেস্টের আগে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের জুনিয়র ফিজিও যোগেশ পার্মার। ফলে বৃহস্পতিবারের অনুশীলন বাতিল করেছে টিম ইন্ডিয়া। কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাই কোনো সুসংবাদ শোনাতে পারলেন না বিসিসিআই বস।

“আমরা জানি না ম্যাচ হবে কিনা, তবে আশা করছি খেলা মাঠে গড়াবে”-শেষ টেস্ট মাঠে গড়ানোর প্রসঙ্গে সৌরভ

ভারতীয় ক্রিকেটারদের পিসিআর রিপোর্ট এখনো হাতে পায়নি। আগেই দলের প্রধান ফিজিও নিতিন প্যাটেল রবি শাস্ত্রীর সংস্পর্শে আসায় আইসোলশনে চলে গেছেন, এবার দলত্যাগ করেছেন পার্মার। ফলে ভারতীয় দল এখন ফিজিওশূন্য। বিসিসিআই এখন ফিজিওর জন্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) শরণাপন্ন হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img