১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

শচীনের যে রেকর্ডে নিজের নাম লিখাতে চাইবেন না মুশফিক

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেটে আস্থার এক নাম মুশফিকুর রহিম। ভক্তরা তাকে মিস্টার ডিপেন্ডেবল বলেও ডাকেন। অবশ্য এই নামের যথার্থতা প্রমাণও করেছেন তিনি। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলের জার্সি গায়ে গড়েছেন অনেক রেকর্ড। তবে এমন একটি রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক আছেন যেটি কখনই ছুঁতে চাইবেন না তিনি। সেটি আন্তর্জাতিক ক্রিকেটে হারের রেকর্ড।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটকে সবচেয়ে বেশিবার কাছ থেকে দেখেছেন মুশফিক। বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ৪৪২ ম্যাচ। সেই সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হার দেখেছেন ডানহাতি এই ব্যাটার। তিন ফরম্যাট মিলিয়ে ২৪৭ ম্যাচ হেরেছেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটেও এই রেকর্ডের তালিকায় অনেকটা এগিয়ে মুশফিক। তার অবস্থান তৃতীয়স্থানে। ২৫৬ হার নিয়ে তালিকায় প্রথমস্থানে রয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২৪৯)। বাংলাদেশের হয়ে আর মাত্র ১০ ম্যাচ হারলেই না চাওয়া এই রেকর্ডটি যোগ হবে মুশফিকের ঝুলিতে।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ হারের শীর্ষ দশে আছেন আরও দুজন বাংলাদেশি ক্রিকেটার। হারের পরিসংখ্যানে সাকিব আল ২২৮ হার নিয়ে সাকিব আল হাসান আছেন ৯ম স্থানে। ২২৫ হার নিয়ে ১০ম স্থানে আছেন তামিম ইকবাল।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img