১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

শনিবার ভারত উড়াল দিবে বাংলাদেশ ‘এ’ দল

- Advertisement -

ভিসা জটিলতা কেটেছে বাংলাদেশ ‘এ’ দলের, শনিবার উড়াল দিবে ভারতে। জাতীয় দলের নির্বাচক এবং ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর সাথে সিরিজ পেছালেও কমেনি ম্যাচের সংখ্যা। নতুন সূচি অনুযায়ী, চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গড়াবে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ। আগামী ২৫ অক্টোবর মিঠুনরা খেলবে তাদের প্রথম চারদিনের ম্যাচ। এরপর দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ১ নভেম্বরে। ৭,৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। বিশ্বকাপ থেকে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা যাবে একদিনের সিরিজে।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়া সাইফউদ্দিনকে দেখা যাবে একদিনের সিরিজে

এর আগে, ৯ অক্টোবর দেশ ছাড়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় ভিসা জটিলতা। সফর পেছানোয় ক্রিকেটাররা মনোযোগ দেন জাতীয় ক্রিকেট লিগে।

মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের স্কোয়াডে যারা আছেন:

সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাইম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ এনামুল হক।

এছাড়া একদিনের স্কোয়াডে যারা আছেন:

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, মৃতুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসাইন, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ সাইফউদ্দিন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img