৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

শরীফুলের নাচের পর মিরাজ-মুশির গর্জন, সাবাশ বাংলাদেশ

- Advertisement -

ম্যাচের দ্বিতীয়, মেহেদী হাসান মিরাজের একদম প্রথম ওভার! পঞ্চম বলটায় হেন্ডরিকসের ব্যাটে লেগে স্লিপে ক্যাচ উঠল ঠিক, কিন্তু তানজিদ হাসান তামিম বুঝলেন যতোক্ষণে ততোক্ষণে বল নামের সাপটা আঙ্গুলে ছোবল দিয়ে বেরিয়ে গেছে। নাজমুল শান্ত, লিটন দাশরা থাকার পরও স্লিপে তামিম কেন সেই প্রশ্নও উঠেছে এরপর! যদিও মিরাজের পরের ওভারেই স্লিপে ফিল্ডিং করতে দেখা গেছে লিটনকে।

শূন্য রানে জীবন পাওয়া হেন্ডরিকস অবশ্য ১২ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন। ডানহাতি এই ব্যাটারের স্ট্যাম্প উড়িয়ে দেবার পর নেচেছেন শরীফুল, তবে মনে মনে সবচেয়ে বেশি স্বস্তি বোধহয় পেয়েছেন তানজিদ তামিম। শূন্য রানে যার ক্যাচ ছেড়েছিলেন, আগের ম্যাচেই যে তিনি খেলেছেন ৮৫ রানের ইনিংস!

তামিম নাহয় স্বস্তি পেলেন, কিন্তু মিরাজ? প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন, তা হয়নি। সেই আক্ষেপ কি টাইগার অফ স্পিনারের এতটুকুও ছিল না? নিশ্চয়ই ছিল, আর ভাগ্যও হয়েছে সহায়। খুব বেশি সময় মিরাজকে থাকতে হয়নি অপেক্ষায়। নিজের চতুর্থ ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন রাসি ফন ডার ডাসেনকে। এরপর মিরাজ আর মুশি যেভাবে গর্জেছেন ওটাই আসলে সত্যিকারের বাংলাদেশ।

ফিল্ডিংয়ে বাংলাদেশ, বল হাতে দারুণ শুরু মুস্তা-মিরাজ-শরীফুলদের। এই প্রতিবেদন লেখার সময়ে ৯ ওভার শেষে সাউথ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৪১! ২৩ রানে অপরাজিত কুইন্টন ডি কককে প্যাভিলিয়নে ফেরানোই বোধহয় এখন মূল লক্ষ্য।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img