২৭ জুলাই ২০২৪, শনিবার

শান্তর উপর থেকে আস্থা হারাচ্ছে না বিসিবি

- Advertisement -

গত বিপিএলে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে চলমান বিপিএলে হাসছে না নাজমুল হোসেন শান্তর ব্যাট। ইতিমধ্যে ১১ ম্যাচ খেলে ১২.৩৬ গড়ে করেছেন মাত্র ১৩৬ রান। তবে শান্তর ফর্ম নিয়ে কোন চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের বিশ্বাস আন্তর্জাতিক সিরিজ শুরু হলেই ভাল করবেন বাঁহাতি ব্যাটার।

শান্তর ফর্মের বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “ক্রিকেট এমন একটা খেলা, একটা সিজন খারাপ যাবে পরের সিজনে আবার খেলছে। এই ওঠা-নামাটা থাকে, এর মানে এই না যে তার ফর্ম নাই। আজকে হয়তো দেখেন শান্ত খারাপ করছে কিন্তু সে ক্লাস প্লেয়ার। যখন আন্তর্জাতিক সিরিজ শুরু হবে তখন দেখবেন সে ফর্মে ফিরেছে”

এদিন সাকিব আল হাসানের টেস্ট সিরিজে না খেলার বিষয়েও কথা বলেছেন জালাল। শুধু তাই নয়, বিপিএলে সাকিব-তামিমের দ্বৈরথ ইনজয় করেন বলেও জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান।

জালাল বলেন, “আপনারা তো চান থ্রিলিং কিছু একটা হোক। ভালোই লেগেছে, আমি পরে দেখেছি কারণ আমি কিছু কিছু খেলা মিস করেছিলাম”

তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা সেই বিষয়ে বিপিএল শেষে বাঁহাতি এ ব্যাটারের সাথে বিসিবি বসবে বলে জানিয়েছেন জালাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img