আইপিএলে পাওয়া ইনজুরির কারণে এতোদিন মাঠের বাইরে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও খেলেননি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছিলেন তিনি। শুক্রবার সেই ম্যাচে নিউজিল্যান্ডের জয়ে রেখেছিলেন বড় অবদান। কিন্তু, ম্যাচ চলাকালীন নাজমুল হোসেন শান্তর থ্রোতে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
ম্যাচের পরই তার হাতে স্ক্যান করানো হয়েছে। স্ক্যানেও দুঃসংবাদ পেয়েছেন উইলিয়ামসন। তার বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। এ কারণে আগামী কয়েক ম্যাচে মাঠে নাও দেখা যেতে পারে নিউজিল্যান্ড অধিনায়ককে। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
এই বিষয়ে নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, “আমরা অনুভব করতে পারছি তার অবস্থা, হাঁটুর চোট থেকে ফিরে আসার জন্য যে কঠোর পরিশ্রম করেছে। এরপরই এটা ঘটেছে। যদিও এটা হতাশাজনক খবর। প্রাথমিকভাবে তার চোট শনাক্তের পর আমরা কিছুটা আশাবাদী সে বিশ্রাম ও পুনর্বাসনের পর আবারও খেলতে পারবে। কেন স্পষ্টতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সে বিশ্বমানের খেলোয়াড় ও অধিনায়ক। তাকে টুর্নামেন্টের শেষদিকে ফেরার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করবো”
উইলিয়ামসনের পরিবর্তে উইকেট কিপার ব্যাটার টম ব্ল্যান্ডেলকে ডাকা হয়েছে দলে। তবে দলের সাথের থাকবেন কিউই অধিনায়ক। আগামী ১৮ অক্টোবর আফগানরা মুখোমুখি হবে নিউজিল্যান্ড।