বিপিলের ২৩ তম ম্যাচে ফরচুন বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
টস হেরে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। শুরতেই বরিশালের পাকিস্তানি বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররের বল খেলতে হিমশিম খায় সিলেটের ব্যাটাররা। দলীয় ১৫ রানের মধ্যেই ৩ ব্যাটারকে হারিয়ে সিলেটের টপ অর্ডারে ধস নামান ওয়াসিম।
এরপর দলে হাল ধরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং ব্যাটার টম কোহলার ক্যাডমোর। তারা দুইজনে মিলে গড়েন ৮১ রানের জুটি। তবে দলীয় ৯৬ রানে সেট ব্যাটার ক্যাডমোরকে আউট করে সিলেটের ডেরায় আঘাত হানেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে তিনি খেলেন ৩০ বলে ৪০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস।
তবে উইকেটের অপর পাশে ঠিকই রানের চাকা সচল রাখছিলেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শেষের দিকে ব্যাটার থিসারা পেরেরার ১৬ বলে ২১ রানের ক্যামিওতে ১৭৩ রানের পুঁজি পায় সিলেট। সিলেটের পক্ষে নাজমুল হোসেন শান্ত করেন সর্বোচ্চ ৮৯ রান।
বরিশালের হয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট।