১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

শান্তর ফিফটিতে বাংলাদেশের ‘১৫০’

- Advertisement -

ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাজমুল হোসেন শান্তর প্রথম ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১০ রানে সৌম্য সরকার ফেরেন ব্লেসিং মুজারাবানির বলে। ১২ বলে ১৪ রান করে লিটন দাশও মুজারাবানির শিকারে পরিণত হন। পাওয়ারপ্লে শেষে ২ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ৩২ রান।

মুজারাবানি নিয়েছেন ২ উইকেট

তবে, এরপরই নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিছুটা আক্রমণাত্মক শট খেলেন সাকিব আল হাসান। এই জুটি থেকে আসে ৫৪ রান। ২০ বলে ২৩ রান করে সাকিব আউট হলেও ৪৫ বলে ফিফটি তুলে নেন শান্ত। ফিফটি পাওয়ার পর থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেন এই ওপেনার। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ১২৯.০৯ স্ট্রাইক রেটে ৭ চার এবং ১ ছক্কার মারে ৫৫ বলে করেন ৭১ রান।

শেষ পর্যন্ত আফিফ হোসেনের ১৯ বলে ২৯ রানের কল্যাণে বাংলাদেশ তুলেছে ১৫০ রান। জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি নিয়েছেন ২ উইকেট। এছাড়াও, ১টি করে উইকেট নিয়েছেন রাজা এবং সেন উইলিয়ামস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img