১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

শান্তর ফিফটির পর ফিরলেন রিয়াদ

- Advertisement -

এশিয়া কাপে দুই ম্যাচে দারুণ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিটকে যাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে দলে ফিরেছেন। শুধু ফেরেননি টাইগারদের নেতৃত্বও দিচ্ছেন তিনি। এশিয়া কাপে যেখান থেকে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন এদিন শুরু করেছেন শান্ত।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটে এসেছেন টাইগার অধিনায়ক। বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই ধরেছেন হাল। কখনো তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। সবাই ফিরেছেন ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে। তাতে হতাশা বেড়েছে টাইগার সমর্থকদেরও। আরও একবার দুশোর আগে অলআউট হওয়ার শঙ্কা জেগেছে।

তবে অন্য ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন শান্ত। তবে পারেননি রিয়াদ, অ্যাডাম মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করেছেন ২৭ বলে ২ বাউন্ডারিতে ২১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫২ রান। শান্ত অপরাজিত আছেন ৭১ রান করে, শেখ মাহেদী হাসান ৯ রানে ব্যাটিং করছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img