১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

শান্তর সেঞ্চুরিতে তৃতীয় দিনটা বাংলাদেশের

- Advertisement -

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দলীয় ২৬ রানের মধ্যে দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল অল্প রানের মধ্যেই অলআউট হয়ে যাবে বাংলাদেশ। তবে সবাইকে ভুল প্রমাণ করেছেন নাজুমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২১২ রান। ২০৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত অপরাজিত আছেন ১০৪ রানে, মুশফিকের সংগ্রহ ৪৩ রান।

নিউজিল্যান্ডকে ৩১৭ রানে অলআউট করার পর প্রথম সেশনটা দুই টাইগার ওপেনার দারুণভাবে কাটিয়ে দেন। দ্বিতীয় সেশনেই মুদ্রার উল্টো পিঠ দেখে বাংলাদেশ। দলীয় ২৩ রানের মাথায় এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন জাকির। এরপর রান আউটের শিকার হয়ে ফেরেন জয়।

২৬ রানে দুই উইকেট হারানোর পর উইকেটে আসা মুমিনুল হককে সাথে নিয়ে ইনিংস মেরামতের দিকে মনোযোগ দেন শান্ত। সিলেটের উইকেটে প্রথম দুই দিনে স্পিনাররা যেমন টার্ন আদায় করে নিয়েছিলেন এদিন তেমনটা হয়নি। কিউই স্পিনারদের দারুণভাবে সামাল দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। শান্ত-মুমিনুলের তৃতীয় উইকেট জুটি থেকে আসে ৯০ রান। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন মুমিনুল। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৪০ রান।

তবে ভুল করেননি শান্ত ১৯২ বলে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি। টেস্টে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। শান্তর সেঞ্চুরির দিনে দারুণ ব্যাটিং করেছেন মুশফিকও। দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৯৬ রান। শান্ত অপরাজিত আছেন ১০৪ রানে, মুশফিকের সংগ্রহ ৪৩ রান।

নিউজিল্যান্ডের হয়ে একটি উইকেট শিকার করেছেন এজাজ প্যাটেল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img