তৃতীয় দিন শেষে ২০৫ রানের লিড নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। সমর্থকরা আশা করছিলেন, দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম লিডটাকে আরও বাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। দ্রুত প্যাভিলিয়নে ফিরেছেন শান্ত।
টাইগার অধিনায়ক ফিরলেও উইকেটে আসা শাহাদত হোসেন দিপুকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক। ইতিমধ্যে পেয়েছেন ফিফটিরও দেখা। এজাজ প্যাটেলের বলে ব্যাটের বাইরের কানায় লেগে চার মারার পর টিম সাউদির বলেও কানায় লেগে নেন ২ রান। এতেই পূর্ণ হয় তার ২৭তম ফিফটি।
৬ চারে মাইলফলক ছুঁতে ৭৯ বল খেলেছেন মুশফিক। ফিফটি করার পর নিয়ন্ত্রিত স্কয়ার ড্রাইভে আরেকটি বাউন্ডারি মেরেছেন অভিজ্ঞ ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৯ রান। মুশফিক অপরাজিত আছেন ৫৫ রানে, দিপুর সংগ্রহ ৪ রান।