৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

দ্বিতীয় সেশনে স্বস্তিতে বাংলাদেশ

- Advertisement -

সিলেট টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডকে ৩১৭ রানে অলআউট করার পর বিনা উইকেটে ১৯ রান তুলে প্রথম সেশন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতে দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা। তবে দলকে খুব একটা বিপদে পড়তে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনের দারুণ ব্যাটিংয়ে ১০৪ রানে এগিয়ে থেকে চা বিরতিতে এগিয়ে গেছে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করেছিল স্বাগতিকরা। তবে উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি জাকির হাসান। এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ১৭ রান। প্রথম ইনিংসেও এজাজের বলে আউট হয়েছিলেন জাকির।

এর পর দ্রুত ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। তবে ডানহাতি ওপেনারকে দূর্ভাগা বলতেই হয়, নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাত ছোঁয়ান টিম সাউদি। বল আঘাত করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তখন ক্রিজের বাইরে দাঁড়িয়ে জয়! প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬ রান।

উইকেটে আসার পর থেকেই কিউই স্পিনারদের দারুণভাবে সামাল দিয়েছেন শান্ত-মুমিনুল। যদিও মুমিনুলের বিপক্ষে শুরুতে একবার রিভিউ নিয়েছিল নিউজিল্যান্ড। আগের ইনিংসে ৩৭ রান করা শান্ত ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থেকে চা বিরতিতে গেছেন। মুমিনুল অপরাজিত আছেন ৩৮ রান করে। দ্বিতীয় সেশন শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img