১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

শামার জোসেফের বীরত্বে অসম্ভবকে ‘সম্ভব’ করলো ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -

অভিষেক টেস্টেই আলো ছড়িয়েছিলেন শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেট নিলেও ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে পারেননি। তবে কে জানতো এই ছেলেটিই কয়েকদিন বাদেই ওয়েস্ট ইন্ডিজকে অস্ট্রেলিয়ার মাটিতে স্বরণীয় জয় এনে দেবে! হ্যা সেটাই ঘটেছে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে স্বরণীয় এক জয় এনে দিয়েছেন জোসেফ।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিবিয়ানরা ১৯৯৭ সালের পর আর কোনো টেস্ট জিততে পারেনি। হোম অন্ড অ্যাওয়ে মিলিয়ে ২০০৩ সালের পর ২০ টেস্টে অজিদের বিপক্ষে জয়হীন ছিল ওয়েস্ট ইন্ডিজ। এ সময়ে দুই দলের ২০ বারের দেখায় ১৬ হারের বিপরীতে মাত্র ৪টিতে ড্র করতে পেরেছিল তারা।

চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫৬ রান। হাতে ছিল ৮ উইকেট। ব্যক্তিগত ৩৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন স্টিভেন স্মিথ। তার সাথে ছিলেন ৯ রান করা ক্যামেরন গ্রিন। চতুর্থ দিনের শুরুটা ভালোভাবেই করেছিলেন স্মিথ-গ্রিন। তবে কে জানতো তখনো জোসেফ ম্যাজিক দেখা বাকি। গ্রিনকে বোল্ড করে ৬৩ রানের জুটি ভাঙেন জোসেফ। পরের বলেই ট্রাভিস হেডকে ধরিয়েছেন প্যাভিলিয়নের পথ।

মিচেল মার্শ-অ্যালেক্স ক্যারিদেরও উইকেটে থিতু হতে দেননি জোসেফ। তবে মিচেল স্টার্ক দারুণ সঙ্গ দিচ্ছিলেন স্মিথকে। একটা সময় মনে হচ্ছিল, অস্ট্রেলিয়াকে একাই জিতিয়ে দেবেন স্মিথ। তবে ডানহাতি এ ব্যাটারকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউ। অস্ট্রেলিয়ার ৭ উইকেট একাই নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানের স্বরনীয় জয় এনে দিয়েছেন জোসেফ। শেষ পর্যন্ত ৯১ রানের অপরাজিত ছিলেন স্মিথ।

দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জোসেফ। সেই সাথে সিরিজ সেরারও পুরস্কার উঠেছে তার হাতেই।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭টি উইকেট শিকার করেছেন শামার জোসেফ। ২টি উইকেট শিকার করেছেন আলজারি জোসেফ। ১টি উইকেট নিয়েছেন জাস্টিন গ্রেভস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img