যুক্তরাষ্ট্রের মেয়েদের ওয়ানডে স্ট্যাটাস থাকলে কতোই না ভালো হত! হতাশ হয়ে হয়তো এমনই ভাবছেন শারমিন আখতার সুপ্তা। শুধু একটি স্বীকৃতির অভাবে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি পেলোনা ওয়ানডে মর্যাদা। শারমিনের সেঞ্চুরিটি পেলো না ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির মর্যাদা।
আগের ম্যাচে প্রতাপশালী পাকিস্তানকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ নারী দলের ব্যাটিং সামর্থ্য সম্পর্কে আর কোন সন্দেহ থাকার কথা নয়। যুক্তরাষ্ট্রের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষে তাই যেমন ব্যাটিং করার তেমনই করেছে টাইগ্রেসরা। নির্ধারিত ৫০ ওভার শেষে গড়েছে ৫ উইকেটে ৩২২ রানের বিশাল সংগ্রহ।
Sharmin Akhter's magnificent 130* had led Bangladesh to 322 for 5 in our first #WCWCqualifiers match here in Harare!
LIVE SCORES via @Cricclubs➡️: https://t.co/iXv6bWe5cC#BANvUSA🇧🇩🇺🇸 pic.twitter.com/BD9FX9J6mQ
— USA Cricket (@usacricket) November 23, 2021
সুপ্তার ১৩০ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ৬৭ করেছেন ফারজানা হক, ৪৭ এসেছে আরেক ওপেনার মুর্শিদা হ্যাপির ব্যাট থেকে, অধিনায়ক নিগার সুলতানা করেছেন ৩৩।