বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের পেসার মারুফ মৃধাকে সাজা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করায় বাঁহাতি এ পেসারকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজে ভাষা কিংবা ম্যাচ অফিশিয়ালদের সাথে বাজে আচরণ করলে শাস্তির বিধান রেখেছে আইসিসি। যেটি ভাঙ্গার কারণে সাজা পেলেন মারুফ।
গত ১৯ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের ৪৪ তম ওভারে ভারতের এক ব্যাটারকে আউট করে আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রেসিংরুমে যাওয়ার ইশারা দিয়েছিলেন মারুফ। শুধু একবারেই থেমে থাকেননি তরুণ এ পেসার। দুবার ভারতীয় ব্যাটারের উপড় চড়াও হয়েছিলেন তিনি। যার কারণে আইসিসির সাজার মুখে পড়েছেন তিনি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থার সাজা মারুফ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরুটা করেছিল বাংলাদেশ। পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে জুনিয়র টাইগাররা। আয়ারল্যান্ডকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার জন্য বেশ ভালোভাবেই টিকে আছে মাহফিজুর রহমান রাব্বির দল।