শাহীন আফ্রিদি-শহীদ আফ্রিদি দেখে মনে হতে পারে একই পরিবারের অথবা দু’জন আত্মীয়। অনেকেই হয়তো শাহীন আফ্রিদির অভিষেকের সময় এটাই ধরেন নিয়েছিলেন। আসলে তা নয়। কিন্তু এতোদিন আত্মীয় না থাকলেও এ দু’জনের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরী হতে যাচ্ছে। পাকিস্তানের সুপার স্টার শহীদ আফ্রিদির বড় মেয়েকে বিয়ে করতে যাচ্ছে পাকিস্তান জাতীয় দলের বর্তমান ক্রিকেটার শাহীন আফ্রিদি।
এ তথ্য জানিয়েছেন দুই পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকা পাকিস্তানের একজন সাংবাদিক। এরপরই নেট দুনিয়ায় ভাইরাল হয় সুখবরটি। দুই বছর আগেই কথা পাকাপাকি হয়ে আছে দুই পরিবারের মধ্যে। অপেক্ষা ছিল শহীদ আফ্রিদির মেয়ের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত। তার বড় মেয়ের বয়স ২০ বছর। আফ্রিদির ৫ কন্যা সন্তানের নাম হচ্ছে আকসা, আনসা, আজওয়া, আসমারা এবং আরওয়া। আকসার সাথেই বিয়ে হচ্ছে শাহীন আফ্রিদির। বর-কনে দু’জনর বয়সই ২০ বছর।
২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় শাহীন শাহ আফ্রিদির। এখন পর্যন্ত ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন এ পেসার।