১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

শিবলির ‘দুর্দান্ত’ সেঞ্চুরি, টাইগার যুবাদের টানা তিন জয়

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। সেটা যেকোনো পর্যায়ের ম্যাচই হোক না কেনো। দুই দলের মাঝে লড়াইটা জমে বেশ। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচেও দেখা গেল সেটা আর সেখানে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে শেষ হাসিটা হাসলো টাইগার যুবারাই।

প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও জাপানকে বেশ বড় ব্যবধানে হারানোর পর সোমবার দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হয় মাহফুজুর রহমান রাব্বির দল। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। দারুণ বোলিং প্রদর্শনীতে লঙ্কানদের ১৯৯ রানের মধ্যে আটকে রাখে ওয়াসি সিদ্দিকি-মারুফ মৃধারা।

শিবলির সেঞ্চুরিতে সহজেই শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ যে দারুণ বোলিং করেছে তার প্রমাণ দেয় স্কোরকার্ড। লঙ্কান ইনিংসের প্রায় সব ব্যাটারই পেয়েছিলেন ভালো শুরু। কিন্তু, তাদের কাউকেই থিতু হতে দেয়নি টাইগার বোলাররা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন পুলিন্দু পেরেরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জিসান আলমের উইকেট হারায় বাংলাদেশ। আগের দুই ম্যাচেই ফিফটির দেখা পাওয়া শিবলি এদিন করেছেন সেঞ্চুরি। ১১৯ বলে তিন অঙ্কের দেখা পেয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৩০ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়াও তিনে নেমে ৩২ রানের ইনিংস খেলেছেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img